হোম > খেলা > ক্রিকেট

ভারত ম্যাচের আগের দিন অনুশীলন করবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে

আজ সকালেই বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে, কাল ভারতের বিপক্ষে খেলার আগে আজ আর অনুশীলনই করবে না তারা। 

পাঁচ দিনের বিরতির মধ্যে গতকালই বাংলাদেশ মাঠে এসেছিল শুধু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই প্রেমাদাসায় নামে বৃষ্টি। অনুশীলন অসমাপ্ত রেখে সাকিবরা ফিরে যান টিম হোটেলে। গতকাল তবু মাঠে এসেছিল বাংলাদেশ, আজ কোনো অনুশীলনই করবে না। 

কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আপাতত গুরুত্বহীন। টুর্নামেন্টে নিজেদের আর কোনো সমীকরণ নেই, বাংলাদেশের কাছে এশিয়া কাপের গুরুত্বও যেন হারিয়েছে। অনুশীলনের প্রয়োজনীয়তা সে কারণেই হয়তো ফুরিয়েছে। কলম্বোর অনুশীলন ফ্যাসিলিটিজ আর আবহাওয়াও গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, মাঠের অভাব নেই এখানে। তবে গুরুত্বহীন এক ম্যাচের আগে অনুশীলনের উপযুক্ত মাঠ অনুসন্ধান আর বৃষ্টিবাধার আশঙ্কায় এত অনুশীলন অর্থহীন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। চোট-অসুস্থতা বেশ ভুগিয়েছে; বাংলাদেশ চাইছে, বিশ্বকাপের আগে যতটা সতেজ আর চোটমুক্ত থাকতে। গতকাল বাংলাদেশ দলকে দেখেও মনে হচ্ছিল, কোনোভাবে টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বেঁচে যায়। 

ভারতের বিপক্ষে কালকের ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের। তবে পাওয়ার আছে অনেক। গতকাল বিকেলে টিম হোটেলে সাংবাদিকদের সেটিই বলছিলেন তাওহীদ হৃদয়, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবি না। বর্তমানে থাকার চেষ্টা করি। সামনে ভারতের সঙ্গে খেলা। চেষ্টা করব ভালোভাবে শেষ করার। এখান থেকে একটা ভালো ফল নিয়ে যেন যেতে পারি।’ 

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পরশু ভোরে ঢাকার ফ্লাইট ধরবে বাংলাদেশ।

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন আজহার

বিপিএলের আগে ‘কোটিপতি’ নাঈমের বার্তা

ইডেনে মোস্তাফিজের সুইং দেখার অপেক্ষায় কলকাতা

আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজের দল পাওয়ায় অবাক হননি মাশরাফি

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিল কলকাতা

‘খাজার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি’

আট ক্লাবের অবনমন, নতুন সূচি দেবে বিসিবি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরার কারণ কী

নিজেদের রেকর্ড ভেঙে গ্রিনকে দলে নিল কলকাতা

বিগ ব্যাশ অভিষেকে কেমন বোলিং করলেন রিশাদ