হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ক্যারিয়ারের শেষের শুরু করবেন টেলর 

বিশ্ব ক্রিকেটে তিন সংস্করণে শতাধিক ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার রস টেলর। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে হয়ে উঠেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের অন্যতম বড় ভরসা। কিংবদন্তি এই কিউই ব্যাটার এবার ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন। 

এই গ্রীষ্ম মৌসুম শেষে আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না টেলরকে। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে শেষের শুরু করবেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। এরপর রঙিন পোশাকে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবেন।  

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান টেলর। তিনি লিখেছেন, ‘এ বছরের বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৭ বছর ধরে আমাকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে অত্যন্ত গর্বের ছিল।’ 

২০০৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেলরের। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটনে টি-টোয়েন্টিতে অভিষেক। পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় টেস্ট অভিষেক। টেস্টে ১৯ সেঞ্চুরিতে ৭৫৮৪ ও ওয়ানডেতে ২১ সেঞ্চুরিতে করেছেন ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর ১০২ টি-টোয়েন্টিতে করেছেন ১৯০৯ রান। 

 

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার