হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েতে পৌঁছেছে বাংলাদেশ, একটু দেরি সাকিব–সাদমানের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মঙ্গলবার ভোর ৪টা ৩৫ থেকে রাত ১টা ২০। প্রায় ২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছেন মুমিনুল হকেরা। তবে ভ্রমণের আগে ভিসা-সংক্রান্ত কারিগরি জটিলতা তৈরি হওয়ায় ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে রওনা হতে পারেননি। তিনি রওনা দিয়েছেন কাল। আজই তাঁর হারারেতে পৌঁছার কথা। যুক্তরাষ্ট্রে থেকে রওনা দেওয়া সাকিব আল হাসানও হারারেতে পৌঁছাবেন আজ। 

প্রায় আট বছর পর বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সফরে আফ্রিকার দেশটিতে গেল। তবে এবার তিন ভাগে জিম্বাবুয়েতে যাচ্ছে বাংলাদেশ। কাল ভোরে টেস্ট দলের ১৭ সদস্যের মধ্যে সাকিব ও সাদমান ছাড়া বাকিরা রওনা দেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি দলও যাবে ভাগে ভাগে। 

বাংলাদেশ দলের জিম্বাবুয়েতে পৌঁছার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখান থেকে জিম্বাবুয়ের হারারেতে পা রেখেছেন মুমিনুল হকরা। 

জিম্বাবুয়ে যাওয়ার পথেই প্রধান কোচ ও নতুন দুই পরামর্শক দলের সফরসঙ্গী হয়েছেন। স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ দোহায় তামিমদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ) থেকে জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন। 

দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে আজ বিশ্রাম নেবেন মুমিনুল–তামিমরা। কাল থেকে নেমে পড়বেন অনুশীলনে। সফরের একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই, হারারেতে। 

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন