হোম > খেলা > ক্রিকেট

রানির প্রয়াণে ওভাল টেস্ট ও প্রিমিয়ার লিগ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকে আচ্ছন্ন ইংল্যান্ডের ক্রীড়াঙ্গন। তাঁর মৃত্যুকে শ্রদ্ধা জানিয়ে চলতি সপ্তাহের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলাও স্থগিত করা হয়েছে। 

রানির মৃত্যুর খবর শোনোর পরই গতকাল রাতে ইউরোপা লিগের ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হামও নিজেদের মাঠে এফসিএসবির বিপক্ষে খেলেছিল কনফারেন্স লিগের ম্যাচ। রাষ্ট্রীয়ভাবে বাধ্য না করা হলেও রানির প্রতি শ্রদ্ধা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। 

আজ এক শোক বার্তায় ইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘জাতির জন্য তাঁর (রানি দ্বিতীয় এলিজাবেথ) অসাধারণ জীবন আর অবদানের জন্য এবং তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রিমিয়ার লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যার ম্যাচগুলোও এর মধ্যে আছে।’ তবে সোমবার রাতের ম্যাচগুলো স্থগিত হবে কী না সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। 

এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। শুক্রবারের পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে তারা। 

রানির প্রয়াণের শোক ছুঁয়ে গেছে রেসিং ট্র্যাকেও। ফর্মুলা ওয়ানে ইতালিয়ান গ্রঁ প্রি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে কর্তৃপক্ষ।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু