হোম > বিজ্ঞান

সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসার কত খরচ হলো

আইএসএসে যাওয়ার সময় ড্রাগন ক্যাপসুলে ছিলেন ক্রু-১০-এর চারজন নভোচারী। ছবি: এএফপি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনতে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট মহাকাশে পাঠিয়েছিল নাসা। এই রকেটে যুক্ত ছিল ড্রাগন ক্যাপসুল। আজ বুধবার বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৫৭ মিনিটে (জিএমটি ২১টা ৫৭ মিনিট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করেছে ক্যাপসুলটি। দুই নভোচারীকে ফেরত আনতে যাওয়া স্পেসএক্সের ক্যাপসুলে আরও ছিলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকসান্দ্র গর্বুনভ।

গত ৫ জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। বেশ কয়েকবার মহাকাশযানটি মেরামত করে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

আইএসএসে যাওয়ার সময় ড্রাগন ক্যাপসুলে ছিলেন ক্রু-১০-এর চারজন নভোচারী। তাঁরা হলেন নাসার নিকোল আয়ার্স ও অ্যান ম্যাকক্লেইন, রাশিয়ার রোসকসমস নভোচারী কিরিল পেসকভ এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তাকুয়া ওনিশি। গত ১৬ মার্চ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছান তাঁরা। নভোচারী অদলবদলের মাধ্যমে ক্রু-১০-এর ওই ফ্লাইটে করে ১৮ মার্চ ফেরার যাত্রা শুরু করেন সুনিতা ও বুচ।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফ্যালকন ৯ রকেট এবং ড্রাগন স্পেসক্রাফট উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল স্পেসএক্স। রকেটের ক্ল্যাম্প আর্ম এবং লঞ্চ টাওয়ারের হাইড্রোলিক সিস্টেমে সমস্যা হওয়ায় দুটি মিশন শেষ মুহূর্তে বাতিল হয়েছিল।

তৃতীয়বারের মতো সবকিছু পরিকল্পনা অনুযায়ী সফলভাবে বাস্তবায়িত হয় এবং গত শুক্রবার ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে এই জটিল ও দীর্ঘ মিশনে আসলে নাসার অনেক অর্থ খরচ হয়েছে।

পুনর্ব্যবহারযোগ্য রকেট এবং মহাকাশযানের প্রযুক্তিগত উন্নতির কারণে মহাকাশে যাওয়ার খরচ কিছুটা কমলেও মানবযাত্রীর কারণে এই খরচ অনেক বেড়ে যায়।

উইকিপিডিয়ার তথ্যমতে, ২০২৪ সালে একটি ফ্যালকন ৯ উৎক্ষেপণে প্রায় ৬৯ দশমিক ৭৫ মিলিয়ন ডলার খরচ হয়েছিল। তবে মানবযাত্রীসহ উৎক্ষেপণের জন্য গড়ে ১৪০ মিলিয়ন ডলার খরচ হয়।

এই খরচের মূল কারণ হলো ক্রু ড্রাগন ক্যাপসুল। এই ক্যাপসুলের কারণে ফ্যালকন রকেটের মোট ভর বেড়ে যায়। এর ফলে অন্যান্য জিনিস নেওয়ার জন্য জায়গা কমে যায়। এ ছাড়া মহাকাশযানটি মানুষের নিরাপত্তা, আরাম ও সুরক্ষা নিশ্চিতের জন্য বিভিন্ন উপাদান নিতে হয়, যা খরচ বাড়িয়ে দেয়।

মানবযাত্রী থাকলে ফ্যালকন ৯ রকেট প্রায় ১৩ হাজার পাউন্ডের কিছু বেশি মালপত্র নিয়ে মহাকাশে যেতে পারে। তাই হিসাব করলে দেখা যায়, যখন মানববাহী কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়, তখন প্রতি পাউন্ড (প্রায় শূন্য দশমিক ৪৫ কিলোগ্রাম) ওজনের জন্য খরচ হয় প্রায় ১০ হাজার ডলার।

অনেক বিশেষজ্ঞের মতে, রকেট উৎক্ষেপণের খরচ হয়তো কখনোই কমবে না; তবে ব্যক্তিগত এবং সরকারি মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায়, উৎক্ষেপণগুলো এখন অনেক বেশি কার্যকরী এবং কম খরচে হয়েছে। যেমন পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবহার করে একাধিক মিশন সফলভাবে শেষ করেছে ইলন মাস্কের স্পেসএক্স।

অপরদিকে, জেফ বেজোসের ব্লু অরিজিন ন্যু শেপার্ড, সাব-অরবিটাল ফ্লাইটের জন্য এবং ন্যু গ্লেন, অরবিটাল মিশনের জন্য দুটি পুনর্ব্যবহারযোগ্য রকেট সিস্টেম তৈরি করেছে।

আরও খবর পড়ুন:

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো

১২ হাজার বছর পুরোনো মূর্তিতে বিশ্বের প্রাচীনতম পৌরাণিক গল্পের চিত্রায়ণ

৪০ হাজার বছর আগে একটি ম্যামথের জীবনের শেষ মুহূর্তের কথা জানলেন বিজ্ঞানীরা

মহাকাশে প্রস্রাব থেকে তৈরি প্রোটিন পাউডার হবে নভোচারীদের খাবার

ডিএনএর গঠন আবিষ্কারক ওয়াটসনের মৃত্যু, বর্ণবিদ্বেষ যাঁকে খ্যাতির শীর্ষ থেকে ডুবিয়েছে

প্রথম কবে মানুষের বন্ধু হলো কুকুর—একটি খুলি ঘিরে নতুন বিতর্ক

মহাকাশে বিশেষ চুলায় রান্নাবান্না, বারবিকিউ পার্টি করলেন চীনা নভোচারীরা