হোম > রাজনীতি

চীন দৃঢ়ভাবে কাজ করবে নির্বাচিত সরকার এলে, সফর শেষে ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধিদলের চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিস্তা প্রকল্পে আমাদের প্রয়োজনীয়তা চীনের কাছে ব্যাখ্যা করেছি। তারা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং কাজ করছে। ভবিষ্যতে যদি আমরা সরকার পরিচালনায় আসি, চীনের প্রস্তাবকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হবে, এ কথা আমরা তাদের জানিয়েছি।’ তিনি বলেন, ‘চীন আশা করছে, একটি নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতা সঙ্গে ভালোবাসা এবং প্রেমের সঙ্গে কাজ করবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চীনের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘চীন খুব আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মিয়ানমার সরকারকে রাজি করানোর চেষ্টা করছে, যাতে রোহিঙ্গারা দ্রুত ফেরত যেতে পারে।’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়েও চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক।

বিএনপি চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে কি না, এমন প্রশ্নে মির্জা ফখরুল জানান, চীনের আগ্রহ আছে যেন বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।

এর আগে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল সম্প্রতি চীন সফর করেছে। সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

সফরে চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পরীক্ষিত বন্ধুরাষ্ট্র হিসেবে চীনের অবদান তুলে ধরেছে বিএনপির প্রতিনিধিদল। এর ধারাবাহিকতায় আগামী দিনে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষিপ্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি উন্নততর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান