বাংলাদেশে কত দ্রুত নির্বাচন হতে যাচ্ছে, জানতে চেয়েছে রাশিয়া। বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আর রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এ বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের মধ্যেকার সম্পর্ক এগিয়ে নিতে আমাদের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে তাঁরা যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ আছে তাদের।
বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে তাঁরা কথা বলেছেন। কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কে তাঁরা জানতে চেয়েছেন।’