হোম > রাজনীতি

সামিটের চেয়ারম্যান আজিজের লুক্সেমবার্গে থাকা ৫৭ কোটি টাকা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। ফাইল ছবি

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বিদেশে বিনিয়োগ করা এই টাকা অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত দুদকের মাধ্যমে লুক্সেমবার্গের স্টেট প্রসিকিউটর জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

দুদকের আবেদন থেকে দেখা যায়, আজিজ খান ও তাঁর পরিবারের সিঙ্গাপুরের কোম্পানি শিরিন কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষে লুক্সেমবার্গের ডিএলই ল্যান্ড ব্যাংকিং ফান্ড-৩-এ ৪১ লাখ ১৫ হাজার ৫১২ ইউরো ৪৭ সেন্ট বিনিয়োগ করেছেন। বাংলাদেশি টাকায় ওই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা।

লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ড পরিবেশ ও ভূমি উন্নয়নের কাজ করে বার্লিনে।

দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত করছে। এ ছাড়া অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে। এই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিদেশে বিনিয়োগ করা ওই টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া প্রয়োজন।

দুদকের আবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যে লুক্সেমবার্গের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজিজ খানের বিনিয়োগ করা ওই অর্থ সাময়িকভাবে অবরুদ্ধ করেছে। আদালতের নির্দেশ পেলে দুদক ওই নির্দেশ অনুযায়ী আইনগত যথাযথ ব্যবস্থা নিতে পারবে।

এর আগে গত ৯ মার্চ আজিজ খান ও তাঁর পরিবারের ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন এই আদালত।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ