হোম > রাজনীতি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রাষ্ট্রদ্রোহিতার শামিল: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভর্তুকি দিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে সরকারের এ তথ্য অসত্য ও ভিত্তিহীন দাবি করে জনগণকে জিম্মি করে জ্বালানির দাম বৃদ্ধি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

আবদুর রব বলেন, সরকার সত্যকে আড়াল করে ‘মিথ্যার কারখানা’ হতে পারে না। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি দামে ভোক্তার কাছে জ্বালানি তেল বিক্রি করে বিপিসি ৪৮ হাজার কোটি টাকা মুনাফা অর্জন করার পর আরও অতিরিক্ত লাভের জন্য জনগণকে জিম্মি করে ৫০ শতাংশ দাম বৃদ্ধি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কারণ গত ৮ বছরে সংস্থাটির এ বিপুল পরিমাণ মুনাফা করায় এ সময়ে তাদের কোনো ভর্তুকি দিতে হয়নি। বরং লাভের টাকা এফডিআর করে সুদ বাবদ মোটা অঙ্কের অর্থ আয় করেছে। তেলের দাম না বাড়িয়েও যে দামে তেল বিক্রি করছিল তাতেও বিপিসির মুনাফা হচ্ছিল। 

বিবৃতিতে আবদুর রব বলেন, বিপিসির ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ ৩২ হাজার কোটি টাকা, সরকার নিয়েছে ১২ হাজার কোটি টাকা, আয় কর পরিশোধ করেছে ৫৭০ কোটি টাকা তারপরও তারা দেউলিয়া হয়ে যাচ্ছে বলে সরকারের অসত্য বয়ান জনগণের সঙ্গে প্রতারণার নামান্তর। লোকসানের বানোয়াট দায় চাপিয়ে দিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভয়ংকর অপরাধ। 

রাষ্ট্র কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে পরিকল্পিত অর্থনীতি বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নতি সাধন। রাষ্ট্র জনগণকে জিম্মি করে কোনো ব্যবসায় জড়িত হতে পারে না। 

বিবৃতিতে জনগণের দুর্ভোগ নিরসন এবং রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অপচয় উদ্ঘাটনে ‘কমিশন’ গঠনসহ ৯টি দাবি জানানো হয়।

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির