হোম > রাজনীতি

তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করার অভিযোগ এনেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এ জন্য তাঁর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় এই প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করতে আওয়ামী লীগকে পরামর্শও দিয়েছেন জাপা চেয়ারম্যান।

আজ সোমবার বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে, সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। তথ্য প্রতিমন্ত্রীর উচিত পদত্যাগ করা। আবার ২০১১ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে। তাই আওয়ামী লীগের উচিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করা।’

এ সময় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু তথ্য প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, ‘শক্তি থাকলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দেখান। আমাদের শক্তি থাকলে, আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখব। জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

সংসদ ভবন চত্বরে খালেদা জিয়ার কফিন, মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা