হোম > রাজনীতি

বিএনপি প্রমাণ করেছে, পরিবহন ছাড়াও আন্দোলন সম্ভব: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি প্রমাণ করেছে, পরিবহন ছাড়াও আন্দোলন সম্ভব করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

বিএনপির এই নেতা বলেন, আগামী দিনেও পরিবহন ছাড়াই বিএনপি আন্দোলন করতে পারবে। আজ যুবলীগের প্রোগ্রামে বিআরটিসির বাস ব্যবহার করা হচ্ছে, রাস্তা বন্ধ করা হচ্ছে, ঢাকা শহরের কোনো বাস মনে হয় খালি পাওয়া যাবে না। দেখে মনে হচ্ছে কোনো দল নয়, বড় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান। অথচ বিএনপির সমাবেশের সময় বাস, লঞ্চ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বন্ধ করে বিএনপিকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।

তিনি আরও বলেন, ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে চলে গেছে, বিদ্যুৎ নেই, গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আন্দোলনের মাধ্যমে মীমাংসা হবে। এই সরকারের পতনে যারা অংশ নেবেন, তাঁদের সবাইকে নিয়ে তারেক রহমান জাতীয় সরকার গঠন করবেন। এ ছাড়া যারা লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিএনপি ক্ষমতায় এলে তাদের বিচার হবে বলেও সতর্ক করেন তিনি। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদিন ফারুখ বলেন, বিএনপির সমাবেশের কারণে সরকার আতঙ্কিত। বাস, লঞ্চ বন্ধ করলেও এখন বিএনপি ঝগড়া করবে না। সময় হলে বিএনপি এর জবাব দেবে। পার্লামেন্টে আইন পাশ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব মজিবুর রহমানসহ অন্যরা। 

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর কাল্পনিক: জামায়াতের তাহের

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড