হোম > রাজনীতি

বিএনপি প্রমাণ করেছে, পরিবহন ছাড়াও আন্দোলন সম্ভব: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি প্রমাণ করেছে, পরিবহন ছাড়াও আন্দোলন সম্ভব করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

বিএনপির এই নেতা বলেন, আগামী দিনেও পরিবহন ছাড়াই বিএনপি আন্দোলন করতে পারবে। আজ যুবলীগের প্রোগ্রামে বিআরটিসির বাস ব্যবহার করা হচ্ছে, রাস্তা বন্ধ করা হচ্ছে, ঢাকা শহরের কোনো বাস মনে হয় খালি পাওয়া যাবে না। দেখে মনে হচ্ছে কোনো দল নয়, বড় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান। অথচ বিএনপির সমাবেশের সময় বাস, লঞ্চ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বন্ধ করে বিএনপিকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।

তিনি আরও বলেন, ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে চলে গেছে, বিদ্যুৎ নেই, গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আন্দোলনের মাধ্যমে মীমাংসা হবে। এই সরকারের পতনে যারা অংশ নেবেন, তাঁদের সবাইকে নিয়ে তারেক রহমান জাতীয় সরকার গঠন করবেন। এ ছাড়া যারা লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিএনপি ক্ষমতায় এলে তাদের বিচার হবে বলেও সতর্ক করেন তিনি। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদিন ফারুখ বলেন, বিএনপির সমাবেশের কারণে সরকার আতঙ্কিত। বাস, লঞ্চ বন্ধ করলেও এখন বিএনপি ঝগড়া করবে না। সময় হলে বিএনপি এর জবাব দেবে। পার্লামেন্টে আইন পাশ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব মজিবুর রহমানসহ অন্যরা। 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর