হোম > রাজনীতি

ছাত্র আন্দোলনে উসকানির অভিযোগের মামলায় জামিন পেলেন ফখরুল ও খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে ছাত্র আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাঁদের জামিন দেন।

সকালে আদালতে আত্মসমর্পণ-পূর্বক জামিনের আবেদ করেন তাঁরা। তাঁদের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।

শুনানিতে আইনজীবী বলেন, মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। বাদী মামলা করার পর পিবিআই যে প্রতিবেদন দাখিল করেছেন, তা ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে পিবিআই বাদীর দ্বারা প্রভাবিত হয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার প্রতিবেদন দাখিল করেছেন।

জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৮ সালের ৬ আগস্ট এই মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। গত ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে বলেন, আসামি মির্জা ফখরুল, আমীর খসরু ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ছাত্রদের উসকানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। পরে আদালত এই তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমান জারি করেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢুকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসসহ হামলা, অগ্নিসংযোগসহ গুজব ছড়িয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্রের উসকানিদাতা হলেন মির্জা ফখরুল, আমীর খসরু ও রিজভী।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার