কাল বুধবার করোনার দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার এ বিষয়ে নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি।
আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি জানান, বুধবার বেলা ২টার দিকে মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের টিকা নেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
গত ১৯ জুলাই করোনার প্রথম ডোজ হিসেবে মডার্নার টিকা নেন খালেদা জিয়া। এর আগে করোনা ও পরবর্তি জটিলতার চিকিৎসা নিয়ে প্রায় দুই মাস পরে ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।