হোম > রাজনীতি

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার দায় মোদী সরকারের: সাইফুল হক

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ ঘটনার জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন।

আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশবিরোধী উগ্র হিন্দুত্ববাদীরা ওই হামলার পেছনে যুক্ত। একই সঙ্গে তিনি বেনাপোল সীমান্তে বিজিপির সাম্প্রদায়িক মহড়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে চরম উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বলে আখ্যা দিয়েছেন।

সাইফুল হক বলেন, ‘মমতা ব্যানার্জি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর যে আহ্বান জানিয়েছেন, তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল।’

তিনি আরও বলেন, ‘এসব উসকানিমূলক সহিংস তৎপরতার দায়-দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।’

তিনি দাবি করেন, ভারতের বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এবং এতে ভারতের অনেক রাজনৈতিক দলও সমর্থন দিচ্ছে।

বিবৃতিতে তিনি ভারতের সরকার ও বিজিপিকে বাংলাদেশবিরোধী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দেশের বাইরে উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, রোববার (১ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের ওপর ব্যাপক হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। এ ছাড়া, বেনাপোল সীমান্তে বিজেপির সাম্প্রদায়িক মহড়ারও অভিযোগ উঠেছে।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ