আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার বেলা ৩টার দিকে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়েছে।
মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন। বিক্ষোভ সমাবেশে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও অংশ নিয়েছেন।
ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে দলটির নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশের কারণে বায়তুল মোকাররমের জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন অভিমুখী প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।