হোম > রাজনীতি

সতর্কতার অংশ হিসেবে বিএনপির সমাবেশের দিন মাঠে থাকবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ ডেকেছে বিএনপি। আগামী শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে দলটি। একই দিনে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগও।

শুক্রবার বেলা ৩টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ গতকাল রোববার এ কর্মসূচি ঘোষণা করেছে।

সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সালের মাঝামাঝি থেকে সারা দেশে সমাবেশ করেছিল বিএনপি। এরপর ওই বছরের ডিসেম্বরে রাজধানীতে বিভাগীয় সমাবেশ করে দলটি। যার বিপরীতে রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ। এরপর গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিএনপির পাল্টা সমাবেশ করেছিল আওয়ামী লীগও।

আওয়ামী লীগের নেতাদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, এ জন্য সতর্কতার অংশ হিসেবে তাঁদের নেতা-কর্মীরাও মাঠে থাকবেন। 

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা