হোম > রাজনীতি

এ নির্বাচনে জনগণের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ভোট দেওয়ায় দেশের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ নির্বাচন হচ্ছে জনগণের বিজয়, যা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে—এটা জনগণের বিজয়।’ 

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে উৎসবমুখরভাবে ভোট দিয়েছেন মানুষ। কোনো ধরনের সহিংসতা হয়নি। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয়নি। এ নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। আমরা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করতে পেরেছি। আশা করি নৌকা মার্কা আবারও বিজয়ী হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছে। এরই মধ্যে সিইসি বলেছেন ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে।’

বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি যে নির্বাচন বর্জন করেছে, সেখানে ভোটাররা তাদের বর্জন করেছে। এ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে দেশের জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্টির প্রধান শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন, সরকারপ্রধান হয়েও স্বাধীন-নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য করতে পারে। আজ সবাই তা প্রত্যক্ষ করেছেন। সর্বাত্মক সহযোগিতা করা, ফ্যাসিলিটেট করা, কো-অপারেশন দিয়ে শেখ হাসিনা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে—সে জন্য কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনার প্রতি।’ 

নির্বাচন আয়োজন ও পরিচালনায় নিয়োজিত সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমে ৩৭টি সহিংসতার খবর পেয়েছি। যা ৪২ হাজার কেন্দ্রের তুলনায় নগণ্য।’

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার