হোম > রাজনীতি

এ নির্বাচনে জনগণের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ভোট দেওয়ায় দেশের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ নির্বাচন হচ্ছে জনগণের বিজয়, যা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে—এটা জনগণের বিজয়।’ 

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে উৎসবমুখরভাবে ভোট দিয়েছেন মানুষ। কোনো ধরনের সহিংসতা হয়নি। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয়নি। এ নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। আমরা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করতে পেরেছি। আশা করি নৌকা মার্কা আবারও বিজয়ী হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছে। এরই মধ্যে সিইসি বলেছেন ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে।’

বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি যে নির্বাচন বর্জন করেছে, সেখানে ভোটাররা তাদের বর্জন করেছে। এ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে দেশের জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্টির প্রধান শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন, সরকারপ্রধান হয়েও স্বাধীন-নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য করতে পারে। আজ সবাই তা প্রত্যক্ষ করেছেন। সর্বাত্মক সহযোগিতা করা, ফ্যাসিলিটেট করা, কো-অপারেশন দিয়ে শেখ হাসিনা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে—সে জন্য কৃতজ্ঞতা জানাই শেখ হাসিনার প্রতি।’ 

নির্বাচন আয়োজন ও পরিচালনায় নিয়োজিত সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমে ৩৭টি সহিংসতার খবর পেয়েছি। যা ৪২ হাজার কেন্দ্রের তুলনায় নগণ্য।’

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস