হোম > রাজনীতি

শাকিলের পরিবারকে প্রকাশ্যে মাঠে নিয়ে পেটানোর হুমকি দেওয়া হয়: তারেক রেজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পিটিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। মবের হুমকিতেই শাকিল আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মনে করেন এই এনসিপি নেতা।

আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটি জানান তারেক রেজা।

ওই পোস্টে এনসিপি নেতা তারেক রেজা বলেন, ‘ঢাবির এক ছাত্র খুন হয়েছে। হ্যাঁ, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে “শাতেমে রসুল” ট্যাগ দিয়ে। ঘটনাটি আরও এক বছর আগের। কোনো এক পোস্টে “মুহাম্মদ” নাম উল্লেখ করে একটা বাজে কমেন্ট করে ছেলেটি। করার পর সাথে সাথে ডিলিটও করে। এক বছর পর হুট করে এলাকার একজন পুরোনো স্ক্রিনশট সামনে আনে। ভিক্টিমসহ ভিক্টিমের পুরো পরিবারকে হুমকি দেয়। ছেলেটা বারবার ফেসবুকে পোস্ট করে ক্ষমা চায় আর দাবি করে, উক্ত কমেন্টটি নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ছিল না।’

পোস্টে তারেক আরও বলেন, ‘ছেলেটা বারবার নিজেকে ইমানদার দাবি করে। তবু তথাকথিত মব ছাড় দিতে নারাজ। প্রকাশ্যে ঘোষণা দেয় যে আজ সকালে তাদের পুরো পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পেটাবে এবং এলাকা ছাড়া করবে। একটা মানুষও আইনের দ্বারস্থ হয়নি। ছেলেটা শেষ পর্যন্ত নিজের জন্য নিজের পরিবারের ওপর আসা এই হুমকি আর জিল্লতি নিতে না পেরে আত্মহত্যা করেছে। চারিদিকে বেশ সুনসান নীরবতা লক্ষ করা যাচ্ছে। কিছু কিছু নীরবতা তীব্র প্রলয়ঙ্কারী ঝড়ের আগমনী বার্তা দেয়। আমার কাছে এই নীরবতাও তেমনই মনে হচ্ছে।’

উল্লেখ্য, আজ সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে তাঁকে অনলাইনে ও বাসায় গিয়ে নানা হুমকি দেওয়া হয়।

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে