হোম > রাজনীতি

ইভিএমে ভোট করবে জাতীয় পার্টি: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টি (জাপা) বরাবরই আপত্তি জানিয়ে এলেও এ বিষয়ে অনাপত্তির কথা জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ইভিএমে আপত্তি নেই জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, ইভিএমে নির্বাচন নতুন কথা নয়, ইভিএমে নির্বাচন আমাদের দেশেও হবে। আমরা ইভিএমে নির্বাচন করব। আমরা এখন ‘ফাইভ জি’র যুগে চলে এসেছি, ইভিএমে ভোট করতে অসুবিধা কোথায়? 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ফার্সে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন রওশন। তাঁর পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব গোলাম মসীহ্। বর্তমানে অসুস্থতা নিয়ে বিদেশে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা।

রওশন এরশাদ বলেন, নির্বাচনে যারাই জেতে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা হারে তারা বলে ভোটে কারচুপি হয়েছে। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করবে এবং ভালো করবে।

রওশন বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। চেয়ারম্যানের একক ক্ষমতা এটা ঠিক হয়নি। অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে দল থেকে চলে গেছেন, তাঁদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, আমার শরীর এখন অনেকটাই সুস্থ। চলতি অক্টোবর মাসে আমি দেশে ফিরব। আমি মনে করি জাতীয় পার্টি থেকে যাঁরা চলে গেছেন তাঁরা সবাই যদি ঐক্যবদ্ধ হন, তাহলে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ভালো করবে। আগামী নির্বাচন ভালো হবে, দেশের মানুষ ভালো থাকবে।

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে

বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির