হোম > রাজনীতি

আত্মসমর্পণের পর নাশকতার ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন পৃথক পৃথক আদেশে জামিন মঞ্জুর করেন। 

এর মধ্যে রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন থানার পাঁচটি মামলা রয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নিপুণ রায়ের আইনজীবী ওমর ফারুক ফারুকী। 

এর আগে এসব মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করেন এবং মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। 

ওমর ফারুক আইনজীবী বলেন, আগাম জামিন শেষ হওয়ায় নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তাঁর (নিপুণ রায়) জামিন মঞ্জুর করেন। 
 
এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে যেসব মামলা হয় তার মধ্যে ৮ মামলায় নিপুণ রায়কে আসামি করা হয়। পরে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আট মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। 

একটি মামলার শুনানির জন্য অন্য তারিখ ধার্য রয়েছে।

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে