হোম > রাজনীতি

ড. ইউনূসের প্রধান কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাফল্য কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর কাছে দলের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, ‘সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে তাঁর (ড. মুহাম্মদ ইউনূস) অন্যতম প্রধান কাজ। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন, ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে ড. ইউনূস দেশে ফেরার পর মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস তো ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তাঁর সফল, যোগ্য নেতৃত্বে সংকট কেটে যাবে।’ 
 
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে ফখরুল বলেন, ‘প্রথম হচ্ছে, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে অতিদ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে, সেখানে প্রত্যাবর্তন করতে হবে। তৃতীয়টি হচ্ছে যে অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে।’ 

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামকে নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে কোটা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আহতদের দেখতে যান তিনি। 

সেখানে মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, হত্যাকারী সরকার, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলসহ পেশাজীবীদের আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের আমরা অভিবাদন জানাই। সেই সাথে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল