হোম > রাজনীতি

বিজয় তো হয়নি বাংলাদেশের: আসম রব

সাভার (ঢাকা) প্রতিনিধি 

জাতীয় স্মৃতিসৌধে আসম আব্দুর রব। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ‘বিজয় হয় নাই তো বাংলাদেশের। কৃষক-শ্রমিক-জনতা—এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য—এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারও তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।’

আজ সোমবার বিজয় দিবসে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসম রব। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম—যত টুক পারলাম।’

আসম আব্দুর রব বলেন, ‘বিজয় হয় নাই এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।’

সংস্কার আগে নাকি নির্বাচন—এমন প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি বলেন, ‘আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।’ তিনি আরও বলেন, ‘এত বছর হয়ে গেছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে