হোম > রাজনীতি

স্বতঃস্ফূর্তভাবে জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি শেখ হাসিনার কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘প্রতিকূল’ পরিস্থিতি ডিঙিয়ে দলীয় নেতা–কর্মী ও জনগণ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন স্বতঃস্ফূর্তভাবে উদ্‌যাপন করেছে বলে জানিয়েছে দলটি। এ জন্য শেখ হাসিনা সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শেখ হাসিনা বলেছেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের অফিশিয়াল ই–মেইল থেকে পাঠানো হয়নি। তবে, দলটির এক নেতা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গণমাধ্যমে পাঠিয়েছেন। পরে অবশ্য আওয়ামী লীগ অফিশিয়াল ফেসবুক পেজেও এটি পোস্ট করা হয়েছে।

গত ৪ আগস্টের পর এটিই প্রথম আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালনকালে বাধা দেওয়া সত্ত্বেও কেউ পিছপা হয়নি। তাঁর প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় শেখ হাসিনার অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের মতো নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন ছিল।

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা