হোম > রাজনীতি

দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনো ২জি’তেই রয়ে গেছে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনও ২জি’তে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চাইল্ড পার্লামেন্টের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ফাইভজি নিয়ে প্রকল্প অনুমোদন হয়েছে। এটা নিয়ে কাজ চলছে। তবে স্বীকার করতে হবে, এখনো অনেকে ২জি’তেই রয়ে গেছে। বাস্তবতা হলো ২ জি বেশি মানুষ ব্যবহার করে। বেশির ভাগ মানুষই লিখতে পারেন না, পড়তে পারেন না, তারা এর বেশি চায়ও না। তাদের প্রয়োজনও নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সমাজে যেমন পাঁচ হাজার টাকা গড় আয়ের মানুষ আছে, তেমনি পাঁচ কোটি টাকা গড় আয়েরও মানুষ আছে। একইভাবে অনেকে ২জি ব্যবহার করছেন। আবার অনেকে ব্যবহার করছেন ফাইভজি। তবে আমরা কাউকেই ফেলে যাবো না, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো। আমাদের প্রধানমন্ত্রীর মূলমন্ত্র সবাইকে নিয়ে সোনার বাংলা গড়তে হবে।’

এ সময় বাংলা ভাষা ব্যবহারের ওপর জোর দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। ইংরেজি ভাষার প্রাধান্য দিতে হবে কেন? জাপান-রাশিয়া, চীন কয়টা ইংরেজি বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড়-সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে চীন-রাশিয়া। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। বাংলা ভাষা ও জয় বাংলা আমাদের সংস্কৃতি।’ 

বাল্যবিয়ে প্রসঙ্গে মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই বাল্যবিয়ে হয়। তবে অনেক দেশ এটাকে কমিয়ে এনেছে। আমাদের শহর ও গ্রামে চুপিসারে বাল্যবিয়ে দেওয়া হয়। এটার বিরুদ্ধে শিশু কিশোর সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ