হোম > রাজনীতি

বিজয়ের মাস নিয়ে সংবাদমাধ্যমগুলো সেল্ফ সেন্সরশিপ করেছে কিনা, প্রশ্ন সিপিবি নেতা প্রিন্সের

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ফাইল ছবি

বিজয়ের মাসে অধিকাংশ পত্রিকা ও টেলিভিশনগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

ওই ফেসবুক পোস্টে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে অধিকাংশ পত্রিকা ও টেলিভিশনগুলোর ভূমিকা দেখছি। গত বছরের বিজয়ের মাসের, আর এবারের ভূমিকা দেখুন। ছিঃ!’

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বাংলাদেশ ছাত্র ইউনিয়েনের সাবেক এই সভাপতি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিগত দিনে দেখতাম, বিভিন্ন পত্রিকা বিজয়ের মাসের প্রথম দিনে একটি কলাম ঝুলাত, এরপর প্রত্যেক দিন কোনো না কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরত। তবে এবার অধিকাংশ পত্রিকায় সেটি দেখছি না। এ ছাড়া বিভিন্ন টেলিভিশনে বিজয়ের মাসের কাউন্টডাউন করত। এবার সেটা আমরা দেখতে পাচ্ছি না। সে জন্যই আমি এই প্রশ্ন তুললাম।’

বিজয়ের মাস নিয়ে সংবাদমাধ্যমগুলোর নীরব ভূমিকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা সংবাদমাধ্যমগুলোর কাছেই জানতে চাই। অতীতে তাঁরা যেটি করেছে সেটাতে কি তাঁদের বিশ্বাস নেই। নাকি সরকারের চাপে করেছিল। আর এবার কি সরকার তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? নিষেধাজ্ঞা আরোপ না করলে তাঁরা সেল্ফ সেন্সরশিপ করেছে কি না?’

তিনি আরও জানান, বিজয়ের মাস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১ ডিসেম্বর সারা দেশে পতাকা মিছিল করেছে। মাসব্যাপী দলটির কর্মসূচী চলছে। বিজয়ের মাস প্রতিবছরের মতোই পালন করছে দলটি।

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে