হোম > রাজনীতি

সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের প্রস্তাব জাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্চ (অনুসন্ধান) কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন। 

বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসানুল হক ইনু বলেন, আমরা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি। সেই সঙ্গে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন একটা স্থায়ী সমাধান বলেও আমরা জানিয়েছি। সার্চ কমিটিতে একজন শিক্ষক এবং একজন নারীকে রাখার প্রস্তাব দিয়েছি আমরা। তবে কোনো নাম প্রস্তাব করিনি। 

জাসদ মনে করে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেওয়া সমীচিন।

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলবে।

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

বিএনপি প্রার্থীর ৮ জামায়াত প্রার্থীর এক মামলা

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের