নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাজী মো. সেলিম রেজাকে আহ্বায়ক এবং কাজী মোহাম্মদ আবুল হোসেনকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী ওলামা দলের ১৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালের ৫ এপ্রিল শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলাম তালুকদারকে সদস্যসচিব করে ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়।