হোম > রাজনীতি

সরকার পতনের আগে কোনো সংলাপ হবে না: শামসুজ্জামান দুদু

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার পতনের আগে কোনো ধরনের সংলাপ হবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এটা নিয়ে বিএনপি আন্দোলন করছে। এখানে কোনো আপসের সুযোগ নেই। বাধ্য হয়ে সরকার সংলাপের যে জাল বিস্তার করতে চাইছে তাতে কোনো লাভ নেই।

আজ শনিবার দুপুরে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপি এর আয়োজন করেন।

শামসুজ্জামান দুদু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কারণ, তত্ত্বাবধায়ক সরকারে জন্য এমন কোনো রাজনৈতিক দল নেই যারা রক্ত ঝরায়নি। তাই মানুষের সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের সঙ্গে কোনো আপস নেই, আগামীতে তাদের জবাবদিহি করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি

মায়ের জন্য দোয়া করলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

এবার ভোটের মাঠে আত্মবিশ্বাসী বিএনপি

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের