হোম > রাজনীতি

বন্যার্তদের জন্য খালেদা জিয়ার অনুদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির কাছে খালেদা জিয়ার পক্ষে অনুদানের নগদ দুই লাখ টাকা হস্তান্তর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই অর্থ গ্রহণ করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাঁড়িয়েছেন। যেকোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন। অথচ বিনা কারণে গত ছয় বছর তাঁকে জনগণের থেকে দূরে রাখা হয়েছে।’

খালেদা জিয়া তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পর এখন উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা শুরু হয়েছে। আকস্মিক এই বন্যায় বিস্তীর্ণ জমির ফসল এবং জানমালের ক্ষতি হয়েছে।

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো