হোম > রাজনীতি

লকডাউন-শাটডাউন তামাশায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা মোকাবিলায় সরকারের লকডাউন-শাটডাউন তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহি না থাকায় এ উদ্যোগ অকার্যকর হয়েছে বলে অভিযোগ তাঁর।

আজ রোববার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনা মোকাবিলায় অন্য দেশগুলোর নেওয়া উদ্যোগের উদাহরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য দেশগুলো করোনা মোকাবিলায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু এই সরকার সেটা না করে কোথা থেকে টাকা আয় করা যাবে, সেই চিন্তায় ব্যস্ত। এটা করে মানুষকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে। 

বিএনপি নিয়ে নানা ধরনের সমালোচনার জবাব দিতে গিয়ে ফখরুল বলেন, বিএনপিতে কোনো সমস্যা নেই। বিএনপি একটা ফ্যাক্টর। তারেক রহমান একটা বড় ফ্যাক্টর। যেকারণে তারেক রহমানকে নিয়ে এত সমালোচনা, বিএনপিকে নিয়ে এত সমালোচনা। 

আগের চেয়ে বিএনপি এখন বেশি ঐক্যবদ্ধ জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন। অদূর ভবিষ্যতে বিএনপি এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেবে।’ 

সংবাদ সম্মেলনে ‘বিএনপির ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনাও করেন ফখরুল। বিএনপির নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎই এখন ঘোরতর অমানিশার অন্ধকারে নিমজ্জিত বলে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘বিএনপির ভবিষ্যৎ নিয়ে উনারা এত উদ্বিগ্ন এই কারণে যে, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা এই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করে। এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’ 

কবি নির্মলেন্দু গুণের কবিতার উল্লেখ করে আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘কোন দিকে পালাবে তুমি। আওয়ামী লীগের অবস্থাটা এখন এ রকম হয়ে গেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন আওয়ামী লীগ পালাবার কোনো পথ খুঁজে পাবে না।’ 
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শি (খালেদা জিয়া) ইজ বেটার। উনি এখন বেটার। প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের দুজন চিকিৎসক প্রত্যেক দিন তাঁকে দেখছেন। সপ্তাহে এক দিন পুরো চিকিৎসক দল তাঁকে দেখতে যাচ্ছেন।’ 

খালেদা জিয়াকে দেশের পাঠানোর জন্য সব ধরনের চেষ্টা চলছে জানিয়ে বলেন, এই বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অগ্রগতি হলেই জানিয়ে দেওয়া হবে। 

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এবার এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান