হোম > রাজনীতি

ভোটার উপস্থিতি সকাল সকাল একটু কমই থাকে: ট্রাক মার্কার আলিম উদ্দিন

সাখাওয়াত ফাহাদ ও মো. আসাদুজ্জামান, গাজীপুর থেকে 

নির্বাচনে ভোটার উপস্থিতি সকালের দিকে একটু কমই থাকে বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

ভোটার উপস্থিতি কেমন, এমন প্রশ্নে আলিম উদ্দিন বুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ভোটার উপস্থিতি সকাল-সকাল শীতের দিন একটু কমই থাকে। আমার মা-বোনেরা ঘরে কাজকর্ম করে, আস্তে আস্তে বের হবে। আমি মনে করি, যত সময় বাড়বে, তত ভোটার উপস্থিতি বাড়বে।’ 

ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই জানিয়ে তিনি বলেন, ‘কিছু ভোটার আছে, সেন্টার খুঁজে পাচ্ছেন না। এটা সমাধানের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক লাগিয়েছি, যাতে ভোটাররা সঠিক নম্বর এবং কেন্দ্র খুঁজে পায়।’ 

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আলিম উদ্দিন বলেন, ‘আমি ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, যেদিকেই যাচ্ছি, মানুষ ট্রাক ট্রাক বলে চিৎকার করছে। তাতে আমি শতভাগ নিশ্চিত যে, আমার বিজয় নিশ্চিত।’ 

ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, অবশ্যই।’ কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শঙ্কার কোনো খবর পাইনি। টঙ্গী, গাছাসহ সব জায়গা থেকেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে খবর পাচ্ছি।’ 

এই আসনে নৌকার প্রার্থী রয়েছেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। স্থানীয় এলাকাবাসী বলছেন, মো. আলিম উদ্দিনের পক্ষে প্রচারের মাঠে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ