হোম > রাজনীতি

ভোটার উপস্থিতি সকাল সকাল একটু কমই থাকে: ট্রাক মার্কার আলিম উদ্দিন

সাখাওয়াত ফাহাদ ও মো. আসাদুজ্জামান, গাজীপুর থেকে 

নির্বাচনে ভোটার উপস্থিতি সকালের দিকে একটু কমই থাকে বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

ভোটার উপস্থিতি কেমন, এমন প্রশ্নে আলিম উদ্দিন বুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ভোটার উপস্থিতি সকাল-সকাল শীতের দিন একটু কমই থাকে। আমার মা-বোনেরা ঘরে কাজকর্ম করে, আস্তে আস্তে বের হবে। আমি মনে করি, যত সময় বাড়বে, তত ভোটার উপস্থিতি বাড়বে।’ 

ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই জানিয়ে তিনি বলেন, ‘কিছু ভোটার আছে, সেন্টার খুঁজে পাচ্ছেন না। এটা সমাধানের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক লাগিয়েছি, যাতে ভোটাররা সঠিক নম্বর এবং কেন্দ্র খুঁজে পায়।’ 

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আলিম উদ্দিন বলেন, ‘আমি ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, যেদিকেই যাচ্ছি, মানুষ ট্রাক ট্রাক বলে চিৎকার করছে। তাতে আমি শতভাগ নিশ্চিত যে, আমার বিজয় নিশ্চিত।’ 

ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, অবশ্যই।’ কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শঙ্কার কোনো খবর পাইনি। টঙ্গী, গাছাসহ সব জায়গা থেকেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে খবর পাচ্ছি।’ 

এই আসনে নৌকার প্রার্থী রয়েছেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। স্থানীয় এলাকাবাসী বলছেন, মো. আলিম উদ্দিনের পক্ষে প্রচারের মাঠে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

শেষবারের মতো ফিরোজার আঙিনায় খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা