হোম > রাজনীতি

লুটপাটের অর্থনীতিতে দাম কমানো যাবে না: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি বহাল রেখে নিত্যপণ্যের দাম কমানো যাবে না বলে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

চালসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান জোটের নেতারা। জোটের পক্ষে বিবৃতি পাঠান সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর।

জোটের নেতারা বলেন, মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি বহাল রেখে এ অবস্থার পরিবর্তন করা যাবে না। এ অবস্থার পরিবর্তন করতে গেলে পুরো ব্যবস্থারই পরিবর্তন করতে হবে।

নেতারা জানান, ব্যবসায়ী সিন্ডিকেট আকস্মিক ও অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে নিচ্ছে। সরকার লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়, কিন্তু তাতে সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা।

বিবৃতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিন্ডিকেট ভাঙা, সারা দেশে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলা, রেশনিং, পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালুসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।

জোটের পক্ষে এ যৌথ বিবৃতি দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল