হোম > রাজনীতি

রওশন এরশাদের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব মামুন হাসান। তিনি জানান, আগের চেয়ে রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের ওঠানামাও আগের চেয়ে অনেকটা স্থিতিতে এসেছে। তবে চিকিৎসকেরা সার্বিক অবস্থা বিবেচনায় তাঁকে এখনও আইসিইউতে রেখেছেন। 

 ১৪ আগস্ট সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকেরা জানান, তাঁর করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে। 

এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হন রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন। যেকারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে

বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির