হোম > রাজনীতি

রওশন এরশাদের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ খবর দিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব মামুন হাসান। তিনি জানান, আগের চেয়ে রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে। তাঁর অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের ওঠানামাও আগের চেয়ে অনেকটা স্থিতিতে এসেছে। তবে চিকিৎসকেরা সার্বিক অবস্থা বিবেচনায় তাঁকে এখনও আইসিইউতে রেখেছেন। 

 ১৪ আগস্ট সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে আনা হয় রওশন এরশাদকে। এ সময় চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকেরা জানান, তাঁর করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে। 

এর আগে ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হন রওশন এরশাদ। ওই সময় তাঁর করোনা পরীক্ষা করানো হলেও নেগেটিভ আসে। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন। যেকারণে হাসপাতালে রেখেই চিকিৎসা ও নানা পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর। গত ২৩ মে সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।

খালেদা ও তারেকের ২ আসনে প্রার্থী দিল এনসিপি

খালেদা জিয়াকে এখানে রেখে দেশি-বিদেশি বিশেষজ্ঞ দিয়ে সর্বোত্তম চিকিৎসা চলছে: জাহিদ হোসেন

বিএনপি কোনো মেগা প্রকল্পে যাবে না: তারেক রহমান

দেখান তো, আর কোন রাজনৈতিক দল বিএনপির মতো পরিকল্পনা দিয়েছে: তারেক রহমান

জাপা-বিএনপির পর এনসিপিতে মেজর মনজুর কাদের

সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থ: শিবির সেক্রেটারি সাদ্দাম

ক্ষমতার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না এনসিপি, এটা খুবই পরিষ্কার: নাহিদ ইসলাম

এনসিপির ১২৫ প্রার্থী তালিকায় ১৪ নারী

জাতীয় দিবসগুলোর প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জামায়াত আমিরের

এনসিপির লক্ষ্য গণভোট, কয়টা আসন পাবে সে হিসাব করছে না: নাহিদ