ঢাকা: 'নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি গণতন্ত্রকে অস্বীকার করেছে ' বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ধারাবাহিকতার ধারায় যারা বিশ্বাস করে না, তাঁরা স্বাধীনতায় বিশ্বাস করে না। ৬ দফার পথ ধরেই মুক্তির সনদ পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু দিয়েছেন মুক্তি আর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলছে বাঙালির অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি গণতন্ত্রকে অস্বীকার করে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
দুঃখ জনক হলেও সত্যি স্বাধীনতার পরাজিত শক্তি পঞ্চাশ বছর পরেও এদেশে রাজনীতি করে। ছয় দফা দিবসে পুষ্পক স্তবক অর্পণ করতে এসে এই মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। স্বাধীনতার পরাজিত শক্তিরা এই দিনটিকে মানতে পারে না উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই পরাজিত শক্তির রাজনৈতিক করার অধিকার নাই। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোতে স্বাধীনতার স্বপক্ষে শক্তি থাকা উচিত। কিন্তু বিএনপি স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে।