কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী মারা গেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাদের সিদ্দিকীর ঘনিষ্ঠ সহচর এনায়েত করিম জানান. আজ রোববার জোহরের নামাজের পর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর নিজ এলাকা কালিহাতির ছাতীহাটিতে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এর আগে গত ২৩ মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।