নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় থেকে সাতজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের মিডিয়া পরিচালক আলী আশরাফ ইমন এ অভিযোগ করেছেন।
আলী আশরাফ জানান, পুরানা পল্টনের মহানগর কার্যালয়ে রঙের কাজ করছিল। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে সেখান থেকে ছয়জন শ্রমিককে পুলিশ ধরে নিয়ে যায়। এ সময় অফিসের একজন নিরাপত্তা প্রহরীকেও আটক করা হয়।
আটককৃতরা এখন পল্টন থানায় আছেন বলেও জানান তিনি।