হোম > রাজনীতি

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরই মধ্যে সেখানে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) এবং আরও কয়েক দিন তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতে তাঁর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ। খালেদা জিয়াকে ঠিক কত দিন হাসপাতালে থাকতে হবে, সে বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান জাহিদ।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্ত সাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার দেখভাল করছে। খালেদা জিয়া দীর্ঘদিন আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২৭ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। এদিন সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘আমি বারবার করে বলেছি, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তাঁর চিকিৎসা দরকার এবং সেটা দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে।’ 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বাসায় থাকার অনুমতি পান তিনি। এর পর থেকে তিনি গুলশানের বাড়িতে আছেন।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম