হোম > রাজনীতি

সংগ্রামীদের জন্য ৭ মার্চের ভাষণ অনুপ্রেরণা জোগায়: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ৭ মার্চের ভাষণ একটি অমর কবিতা, অবিনাশী গান, মুক্তিপাগল বাঙালি জাতিকে এ ভাষণ উদ্বেলিত করেছে, আন্দোলিত করেছে, গন্তব্যের পথরেখা নির্দেশ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভাষণ যুগে যুগে সংগ্রামীদের অনুপ্রেরণা জোগায়। 

আজ সোমবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘এ ভাষণ ৫৬ হাজার বর্গমাইল জুড়ে দ্রোহের আগুন জ্বালিয়েছিল, আজও এ ভাষণ মানুষের মনে সাহসের সঞ্চার করে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ দেখায়।’ 

মো. জাকির হোসেন আরও বলেন, বঙ্গবন্ধুর আজন্মলালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার জন্য তাঁরই যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে; উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলা এ দেশকে কেউ ‘দাবায়া’ রাখতে পারবে না। 

এ সময় অন্যান্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, মোশাররফ হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশা মামুনুল হকের

দেশের ভেতরে পোস্টাল ভোটে সাধারণ ব্যালট ব্যবহারের দাবি বিএনপির

ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক: রাশেদ প্রধান

জামায়াতের জোটের আসন সমঝোতা চূড়ান্তে চলছে রুদ্ধদ্বার বৈঠক, সংবাদ সম্মেলন রাত ৮টায়

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের