হোম > রাজনীতি

সংগ্রামের মধ্য দিয়েই ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশ এবং দেশের জনগণ গভীর রাজনৈতিক সংকটে রয়েছে। সংকট থেকে মুক্তি পেতে হলে রাজনৈতিক দলগুলোকে এক হয়ে সংগ্রামের মধ্য দিয়েই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘রাজনৈতিক সংকট ও রাষ্ট্রের গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

জোনায়েদ সাকি বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর একত্রে এসে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। বিশেষত বিএনপি যদি এখানে এসে একসঙ্গে না দাঁড়াতে পারে, তাহলে সবাইকেই ডুবতে হবে। দেশকে আমরা ধ্বংসের মুখে ফেলে দিতে পারি না। দেশের মানুষের মুক্তি লড়াই করেই আদায় করতে হবে, অন্য কেউ বা কোনো বিদেশি শক্তি এসে উদ্ধার করবে না। সংগ্রামের মধ্য দিয়েই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।’ 

সরকার দেশের স্বার্থ নয়, বরং নিজের গদি রক্ষার জন্য পররাষ্ট্রনীতি তৈরি করছে জানিয়ে তিনি বলেন, দেশ সার্বভৌমত্বের দিক থেকে একটা সংকটময় পরিস্থিতিতে পড়ছে। দেশের ক্ষমতায় এমন একটি সরকার রয়েছে, যারা গদি রক্ষার স্বার্থে দেশকে নিলামে তুলতে চায়। সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা করেছে তার পরিণতি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে নিষেধাজ্ঞা প্রাপ্তি। 

বিদ্যমান রাষ্ট্রকাঠামোই রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে দাবি করে তিনি বলেন, একটা সরকার যদি রাষ্ট্রকে নিজের দল বানিয়ে ফেলে এবং সে দলে যদি একজন ব্যক্তিই অপরিহার্য হয়ে ওঠে, তাহলে সেটা আর রাষ্ট্র থাকে না। একটা রাষ্ট্রে নানান মতবাদ থাকবে। বিরোধ থাকা সত্ত্বেও রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখা হচ্ছে সরকারের কাজ। 

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের দেশে দর্শনের দারিদ্রতা খুবই বড় একটা দারিদ্র্য। নৈতিকতার সংকটটা খুবই বড় সংকট।’ 

বিএনপি নেতা আবু সাইদ চাঁদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এ রকম কথা আমরা প্রতিনিয়তই বলি। হয়তো তাঁর কথাটা শুনতে খারাপ লেগেছে। সে জন্য তাঁর বিপক্ষে বক্তব্য রাখাই যুক্তিসংগত। এ রকম ভুল আপনি (প্রধানমন্ত্রী) প্রতিনিয়ত করেন। আপনি একজন ৭৮ বছর বয়সী, তিনবারের প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দিতে চান, সেটাও তো মৃত্যুর হুমকির শামিল।' 

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আজকের ভোরটা শুরু হয়েছে বিশাল এক নৌকা ডুবি দিয়ে। নৌকা ডুবি কয়েক মাস আগে হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে। গাজীপুরের পরিস্থিতি একটু ভিন্ন, তবে এখানেও মানুষের পুঞ্জীভূত ক্ষোভ সেটা প্রকাশ পেয়েছে।’ 

সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ