হোম > রাজনীতি

সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সংসদীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল। কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ১৪ কিংবা ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ। 

মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, আমরা সাত দিনের সফরে আমেরিকা যাচ্ছি। ওখানে আমেরিকার কংগ্রেসনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে বৈঠক হবে। আমরা পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা করব। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের আয়োজন করছে বলে জানান তিনি।

গত শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংসদীয় কমিটির সফর নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দিয়েছেন। 

আমেরিকান কংগ্রেসের এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ার এমি বেরারের সঙ্গে আগামী ১৭ মে বৈঠক করার কথা রয়েছে প্রতিনিধি দলের। এছাড়াও আরও একাধিক বৈঠক করবে প্রতিনিধি দলটি। সেগুলোর সময় নির্ধারণ হয়নি বলে জানা গেছে। 

বৈঠকে র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গার্মেন্টস পণ্য রপ্তানি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বর্তমান অবস্থা ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

গত মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেখানে র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান আবদুল মোমেন। এছাড়াও শ্রম অধিকার নিয়ে কথা বলা হয়। 

চলতি মাসের শেষের দিকে এবং আগামী মাসে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকার পর্যায়ে আরও একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত