হোম > রাজনীতি

আমরা বিদেশিদের কাছে যাই না, তারা আমাদের ডাকে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি বিদেশিদের কাছে যায় না বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বলে যে, আমরা নাকি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না। মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চায় যে, দেশে কী হচ্ছে।’

‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা তো জানতে চাইবেই’—এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত নীতি হচ্ছে, পৃথিবীতে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। যেখানে গণতন্ত্র নেই, সেখানে তাঁরা সে কথা বলে দেন, তাঁদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না। আবার তাঁদের স্যাংশন না কি সব দেন।’

‘ভিসা নীতি আমরাও করতে পারি’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এর উত্তর কী দেব? প্রশ্নটা ভিসা নীতির নয়। এটা আপনার বিবেকের প্রশ্ন, জাতির বিবেকের প্রশ্ন। জনগণ বলছে—আমি ভোট দিতে পারছি না, আমার ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষকে বারবার বোকা বানানো যায় না। এবার আর মানুষ রাখাল বালকের কথায় ভুলছে না। এবার মানুষ দাঁড়িয়ে গেছে।’

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের সম্পাদনায় ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ