জামালপুরের সরিষাবাড়ীতে দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার ও গতকাল শুক্রবার তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া তিনজন হলেন উপজেলার পোগলদিগা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান রিপন, ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক-১ মো. সুজন শেখ ও ইউনিয়ন যুবদলের সমবায়বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবু।
দলীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পোগলদিগা ইউনিয়নে বরাদ্দ দেওয়া সরকারি সহায়তার চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। তাঁদের টাকা আদায়ের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. আজিমউদ্দিন আহমেদ বলেন, তাঁদের কিছু অপকর্মের ফলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে।