হোম > রাজনীতি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সাবা, সম্পাদক রাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘চলো বিদ্রোহী রণউদ্যমে ভাঙি দুঃশাসনের শৃঙ্খল’ স্লোগান ধারণ করে রেশমি সাবাকে সভাপতি ও তানজিমুর রহমান রাফিকে সাধারণ সম্পাদক করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের ষষ্ঠ সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জওহরলাল রায়।

কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করে এক মিনিট নীরবতা পালন করার পর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উত্থাপন এবং এর ওপর আলোচনা-পর্যালোচনা হয়। নির্বাচনী অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচন করা হয়। 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অন্তু অরিন্দম। এ ছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জয়তী চক্রবর্তী ও নাজিফা জান্নাত। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বেনজীর আহমেদ। 

কমিটির নবনির্বাচিত অর্থ সম্পাদক কৃষ্ণ বণিক, দপ্তর সম্পাদক মায়িশা সামিহা প্রীতি, শিক্ষা ও গবেষণা সম্পাদক তাবিব মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুব ত্বকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আকাশ, সাংস্কৃতিক সম্পাদক নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক লুবনা আহমেদ। এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে আছেন পূর্ববর্তী কমিটির সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর নন্দী।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা