হোম > রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে উত্তরার বাসায় ফেরেন তিনি।

আজ মঙ্গলবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গত রোববার সকালে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। একই দিন দুপুরের পর ওই হাসপাতালেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও ভর্তি করানো হয়। ফখরুল ফিরলেও আব্বাস এখনো হাসপাতাল ছাড়েননি বলে জানিয়েছেন শায়রুল।

উল্লেখ্য, সম্প্রতি কারাগার থেকে মুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গত ৯ জানুয়ারি কারামুক্ত হন তিনি। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দিবাগত রাতে তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এ সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করে পুলিশ। 

ওই ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ বিএনপির অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না। 

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম