হোম > রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে উত্তরার বাসায় ফেরেন তিনি।

আজ মঙ্গলবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গত রোববার সকালে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। একই দিন দুপুরের পর ওই হাসপাতালেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও ভর্তি করানো হয়। ফখরুল ফিরলেও আব্বাস এখনো হাসপাতাল ছাড়েননি বলে জানিয়েছেন শায়রুল।

উল্লেখ্য, সম্প্রতি কারাগার থেকে মুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গত ৯ জানুয়ারি কারামুক্ত হন তিনি। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দিবাগত রাতে তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এ সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করে পুলিশ। 

ওই ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ বিএনপির অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না। 

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর