হোম > রাজনীতি

আজ টিকা নিতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার টিকা নেওয়ার জন্য মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে টিকা দেওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই। তবে নির্ধারিত তারিখে তিনি টিকা নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ জুলাই খালেদা জিয়ার টিকার জন্য নিবন্ধন করা হয়। ফিরতি এসএমএস এসেছে। এখন যেকোনো দিন তাঁকে করোনার টিকা দেওয়া হবে। 

খালেদা জিয়া হাসপাতালে না গিয়ে বাসায় করোনার টিকা নিতে চান। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাতে সায় দিয়েছেন চিকিৎসকেরাও। কিন্তু বাসায় টিকা নেওয়ার বিষয়টা নির্ভর করছে সরকারের ওপর। যে কারণে কবে ও কোথায় টিকা নেবেন খালেদা জিয়া, সেটা এখনো ঠিক হয়নি।

খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত সপ্তাহেই ফিরতি এসএমএস এসেছে টিকা নেওয়ার বিষয়ে। সেখানে ১৯ জুলাই টিকা নেওয়ার কথা বলা আছে। একই সঙ্গে পছন্দের টিকা গ্রহণ কেন্দ্রের নাম রয়েছে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত