শেখ হাসিনার নেতৃত্বে দেশ গত পৌনে ১৩ বছরে সত্যিকার অর্থে উন্নয়নের নতুন সোপানে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দেশে হওয়া এই উন্নয়নের ছাপ মানুষের চেহারায়ও পড়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সৌমিত্র দেব সম্পাদিত ‘উন্নয়নে উজ্জীবনে শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশ উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি উদাহরণ। সে কারণে বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশের অগ্রযাত্রাকে উন্নয়নশীল দেশগুলোর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করছেন।
মন্ত্রী বলেন, ‘আমরা যারা এই উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছি আমরা হয়তো এটি সেভাবে অনুভব করি না। কিন্তু যারা দেশ থেকে ১২-১৩ বছর আগে বিদেশ গেছে, সে যখন দেশে আসে কিংবা কোনো বিদেশি ১২-১৩ বছর আগে বাংলাদেশ ঘুরে আবার যখন আসেন তার চোখে ধরা পড়ে আসলে উন্নয়ন কতটুকু হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ১২-১৩ বছর আগে যে বিদেশে গেছে সে যখন দেশে আসে তখন সে তার শহর চিনতে পারে না, তার গ্রাম চিনতে পারে না, দেশ আসলেই বদলে গেছে। দেশের মানুষের চেহারা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার। মানুষের বেশভূষা আগের তুলনায় অনেক পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে ১৫-২০ বছর আগের কথা ভাবুন। তখন ঢাকার বঙ্গবাজার, চট্টগ্রামের জহুর হকার্স মার্কেট, কুমিল্লার কান্দিরপাড় কিংবা অন্যান্য শহরের হকার্স মার্কেটে পুরোনো কাপড় বিক্রি হতে, সেই কাপড় আমরা কিনে পরতাম, আমিও পরতাম। আমিও জহুর হকার মার্কেট থেকে পুরোনো কাপড় কিনে পরেছি, বিদেশ যাওয়ার সময়ও কিনেছি। কিন্তু আজকে হকার মার্কেটে আর পুরোনো কাপড় বিক্রি হয় না। এটি শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে হয়েছে।