হোম > রাজনীতি

রোববার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘সবাই বলে আমরা তাদের দেখাদেখি কর্মসূচি দিই। আমাদের কর্মসূচি বিএনপিরটা দেখে করব না। গতকাল শুক্রবার এক কিলোমিটারের মধ্যে করেছি, কোনো ঘটনা ঘটেনি। তার কারণ আমরা সংঘাত করতে সভা-সমাবেশ করিনি। সংঘাতের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তার ছিলাম, আছি এবং থাকব।’

কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আগামীকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হবে। আগামীকাল সারা দিন এ কর্মসূচি থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। তারা মাতুয়াইলে চারটা বাসে আগুন দেয়। পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর চালায়। প্রাইভেট কার, মোটরসাইকেল ভাঙচুর করে। রাজধানীতে সাতটি বাসে হামলা ও অগ্নিসংযোগ করে।’

কাদের বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নিসন্ত্রাস আবারও শুরু হয়ে গেছে। ২০১৩-১৪ সালের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুপ থাকতে পারেন না। আমরা আমাদের দায়িত্ব পালন করব। বিএনপি বলে তাদের ওপর হামলা হচ্ছে, ঢাকা শহরের ঢোকার রাস্তা বন্ধ করে দেবে? এটা কি তার বাপ-দাদার সম্পত্তি। বিদেশি বন্ধুদের বলছি আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত