হোম > রাজনীতি

হার্ট ও কিডনির সমস্যা ভোগাচ্ছে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরবর্তী জটিলতা থেকে মুক্তি মিললেও হার্ট ও কিডনির সমস্যা বেশ ভোগাচ্ছে তাঁকে। এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন চিকিৎসকেরা। এ অবস্থায় তাঁর উন্নত চিকিৎসা দরকার বলেও জানিয়েছেন তাঁরা।

আজ শুক্রবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে মেডিকেল বোর্ডের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের মিনিমাম যে প্যারামিটারগুলো আছে, পোস্ট কোভিডের জটিলতাগুলো, সেগুলোর উন্নতি হয়েছে। কিছু ফান্ডামেন্টাল প্রবলেম আছে, যে প্রবলেমগুলো উদ্বেগজনক। হার্টের প্রবলেমটা অ্যাকটিভ আছে, কিডনির সমস্যাটিও অ্যাকটিভ আছে। চিকিৎসকেরা এটা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তাঁরা বলছেন, বাংলাদেশে যে চিকিৎসাকেন্দ্রগুলো আছে, তাঁর অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তা যথেষ্ট নয়। তাঁর ট্রিটমেন্টের জন্য অ্যাডভান্স সেন্টারে যাওয়া খুব জরুরি।

করোনার চিকিৎসা নিতে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। করোনামুক্ত হওয়ার পরে করোনা পরবর্তী কিছু জটিলতা দেখা দেয় তাঁর। একই সঙ্গে বার্ধক্যজনিত কিছু সমস্যাও কাবু করে ফেলে তাঁকে। বর্তমানে বিশেষ কেবিনে তাঁর চিকিৎসা চলছে।

এভারকেয়ারে আসার ছয় দিনের মাথায় শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আনা হয়। এক মাস পর ৩ জুন তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়। মাঝে তাঁর জ্বর হয়।

সিসিইউতে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এ বিষয়ে অনুমোদনের জন্য সরকারের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু আইনি জটিলতায় সে আবেদন নাকচ হয়।

খালেদা জিয়ার জামিন বিষয়ে বিএনপির পক্ষ থেকে আদালতে যাওয়ার পরিকল্পনা আছে কি–না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত। ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি কেউ চরম অন্যায় করে থাকে, তাহলে সেটা আদালত করেছে। কোনো আইনেই, কোনোভাবেই তার এ সাজা হতে পারে না। ওই জায়গায় আস্থাটা আমাদের এত কম যে, আমরা আদালতে যাব না।’

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ