হোম > রাজনীতি

‘পি কে হালদারকে সরকারের উচ্চপর্যায় থেকে সহায়তা করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) সরকারের উচ্চপর্যায়ের সহায়তা পেয়ে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’-শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পি কে হালদারের শতকোটি টাকা পাচারে কে সহায়তা করেছে? সরকারের উচ্চপর্যায় থেকে যদি সহায়তা না থাকে, তবে একজন ব্যক্তির পক্ষে কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে ৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার সম্ভব নয়।’ 

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘শুধু পি কে হালদার নয়, যাঁরা তাঁর সহযোগী ছিলেন, যাঁরা তাঁর প্রভু, যাঁদের হয়ে পি কে হালদার কাজ করছিলেন এসব কিছুই জনগণের সামনে প্রকাশ করতে হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাঁদের শাস্তির আওতায় আনতে হবে।’ 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘তারপরও প্রশ্ন থাকে পি কে হালদার কি একজন? একজন পি কে হালদারকে আমাদের সামনে দেখানো হচ্ছে। যাতে করে আমরা বলি এই যে সরকার পাচারকারীদের ধরছে।’ 

নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের বিগত দুই নির্বাচনের যে কৌশল তা জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে। এখন নতুন কৌশল হচ্ছে ইভিএম। অনেক উন্নত দেশে যেখানে ইভিএম পদ্ধতি চালু করেছিল, সেগুলোতে আইন করে বাতিল করা হয়েছে। আর আমাদের এখানে তাদের ঘুম নেই। আমাদের দেশের মানুষ ভোট দিতে নিজেই যেতে পারে না অথচ এখন ইভিএমে ভোট দেবে।’ 

গণতন্ত্র ফোরামের সভাপতি ভি পি ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রাহমাতুল্লাহ প্রমুখ। 

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির