হোম > রাজনীতি

অস্ট্রেলিয়া চাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিরাজমান সংকটকালে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ।’

আজ বৃহস্পতিবার সুসান রাইলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন। আমীর খসরু ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং এর প্রস্তুতি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া তাঁদের সহযোগিতা অব্যাহত রাখবে। অস্ট্রেলিয়া চাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য এরই মধ্যে তারা নির্বাচন কমিশনকে সহায়তা করে যাচ্ছে এবং এই সহায়তা অব্যাহত রাখবে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অস্ট্রেলিয়া কোনো শঙ্কা দেখছে কী না— জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রটা এমন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাইরেও ভোটারেরা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থা থাকুক, সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক। এ বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কথা না।’

তিনি বলেন, ‘সারা দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। আমরা এবং তাঁরা (অস্ট্রেলিয়া) মনে করছে, আগামী দিনের ভোটে জনগণ খুব উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। সুষ্ঠু একটি ভোটের মাধ্যমে গ্রহণযোগ্য সরকার নির্বাচিত হবে, যা গণতন্ত্রের উত্তরণের পথকে এগিয়ে নেবে।’

দ্বিপাক্ষিক এই বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। কোথায়-কোথায় সহযোগিতা করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের দেশের যারা আছেন, এখানে দুই দেশের মধ্যে কিছু সমস্যা আছে... আগামী দিনে এসব সমস্যা কীভাবে সমাধান হবে, এ বিষয়ও আলোচনায় উঠে এসেছে।’

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত